প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০১:০৩
হাজীগঞ্জে পানিতে ডুবে ১ নারী ও ২ শিশুর মৃত্যু
হাজীগঞ্জে মাত্র কয়েক ঘন্টার ব্যাবধানে এক নারী ও ২ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে পুকুরের পানিতে ডুবে মৃত্যু বরন করেন মধ্য বয়স্ক ১ নারী ও ২ শিশু।
|আরো খবর
মৃতরা হলেন, পৌরসভাধীন ১২নং ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামের ছৈয়াল বাড়ির মনোয়ার হোসেনের ছোট মেয়ে খাদিজা আক্তার (৩), দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ মিজি বাড়িতে মাইশা াআক্তার (২) ও বড়কুল পূর্ব ইউনিয়নের মোল্লাডহর গ্রামের ছৈয়াল বাড়ীর মৃত আনোয়ার মিয়ার স্ত্রী শিরিন বেগম (৫০) পুকুরে ডুবে মারা যায়। এর মধ্যে মাইশা আক্তার খালার বাড়িতে বেড়াতে এসে মারা যায়। সে মতলব দক্ষিন উপজেলার বাকরা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
জানা যায়, পৌরসভাধীন রান্ধুনীমূড়া গ্রামে আড়াই বছরের শিশু খাদিজা আক্তার খেলার সময় পরিবারের অগোচরে বাড়ির পুকুরে পড়ে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায় তাকে পানিতে ভাসতে দেখেন পরিবারের লোকজন। এ সময় দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামে ২বছর বয়সি মাইশা আক্তার খালার বাড়িতে বেড়াতে এসে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে শিশুটিকে খুঁজে না পেয়ে পুকুরে জাল বেড় দিয়ে মাইশার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরবর্তীতে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করে।
অপরদিকে বড়কুল পূর্ব ইউনিয়নের শিরিন বেগম দুপুরের রান্না শেষে পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ তিনি ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন পুকুরে গিয়ে তার মরদেহ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয় মৃতুদেহ উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শিরিন বেগম মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
পানিতে ডুবে নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহমেদ তানভির হাসান বলেন, নিহতদের হাসপাতালে আমরা হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চাঁদপুর কন্ঠকে বলেন, নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।